ডোনাল্ড ট্রাম্প জামিনে মুক্তি পেলেন

ডোনাল্ড ট্রাম্প জামিনে মুক্তি পেলেন

আন্তর্জাতিক সংবাদঃ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুক্তি পেয়ে আদালত প্রাঙ্গণ ছেড়ে গেছেন। পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অবৈধ সম্পর্কের ব্যাপারে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়ার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ট্রাম্প।

এর আগে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন ডোনাল্ড ট্রাম্প। একপর্যায়ে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তখন আইনি বিশেষজ্ঞরা বলেছেন, শুনানির পর এই মামলায় ডোনাল্ড ট্রাম্পের জামিন হওয়ার সম্ভাবনাই বেশি। শেষ পর্যন্ত তিনি জামিন পেয়েছেন।

নিউইয়র্ক সময় মঙ্গলবার দুপুরে ট্রাম্প টাওয়ার থেকে আদালতের উদ্দেশে রওয়ানা হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
সেসময় রাস্তায় ছিল কড়া নিরাপত্তা। পুলিশি প্রহরায় বিকল্প পথে আদালত ভবনে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প।

আত্মসমর্পণের পর তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও ছবি তুলে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এরপর আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়। পরে শুনানির জন্য আদালত কক্ষে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প।

আদালতে ট্রাম্পের উপস্থিতিকে কেন্দ্র করে ছিল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ভিড়। তবে মামলার গুরুত্ব বিবেচনায় আদালতের ভেতরে ক্যামেরা ও মোবাইল ফোনসহ সব ধরনের ডিভাইসের ব্যবহার ছিল নিষিদ্ধ।

আদালত ছেড়ে যাওয়ার সময়ও সাংবাদিকদের সাথে কথা বলেননি ডোনাল্ড ট্রাম্প।

-জেএফ

Print Friendly, PDF & Email
FacebookTwitter