ঢাকা দ:সিটি করপোরেশনের ৩৪ কর্মকর্তা চাকরী হারালো

ঢাকা দ:সিটি করপোরেশনের ৩৪ কর্মকর্তা চাকরী হারালো

সিটি করপোরেশনঃ
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-কর কর্মকর্তা সেলিম খানসহ ৩৪ জনকে চাকরিচ্যুত করা হয়েছে।

সেলিম খান সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী ছিলেন।

মঙ্গলবার (২৮ জুন) দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে মো. সেলিম খানকে চাকরিচ্যুত করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, সেলিম খান দক্ষিণ সিটির অঞ্চল ৫-এ উপ-কর কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।

নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে পরবর্তীতে তাকে সচিবের দপ্তরে ব্যক্তিগত সহকারী হিসেবে সংযুক্ত করা হয়।

এ ছাড়া আলাদা আরও দুটি দপ্তরের আদেশে রাজস্ব বিভাগের ১৭ জন দক্ষ শ্রমিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৬ জন অদক্ষ শ্রমিককে কর্মচ্যুত করা হয়।

‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে এ আদেশ জারি’ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

-টিপু

Print Friendly, PDF & Email
FacebookTwitter