অনলাইনঃ

বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় আকাশ যান প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন যুক্ত হওয়া ড্রিমলাইনার উড়োজাহাজ ‘হংস বলাকা’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিমানটির পাইলটের আসনেও বসেন তিনি। প্রধানমন্ত্রীর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালের টারমার্কে বোয়িং ৭৮৭-৮ মডেলের দ্বিতীয় ড্রিমলাইনার উড়োজাহাজটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৭১ আসনের এ উড়োজাহাজটিতে উঠে ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

উড়োজাহাজটির ‘হংস বলাকা’ নামকরণ করেন প্রধানমন্ত্রী নিজেই। বিমানটি ১০ ডিসেম্বর থেকে ঢাকা-লন্ডন রুটে প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে।

জানা যায়, উড়োজাহাজটি ২০ শতাংশ জ্বালানি সাশ্রয়ী। এটি ঘণ্টায় ৬৫০ মাইল গতিতে একটানা ১৬ ঘণ্টা উড্ডয়ন করতে পারে। ৪৩ হাজার ফুট উঁচু দিয়ে ওড়ার সময়ও ওয়াইফাই সচল থাকে উড়োজাহাজটিতে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে ১ ডিসেম্বর রাতে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় ‘হংস বলাকা’। এসময় ১৫ ঘণ্টার বেশি সময় ধরে একটানা উড়ে এটি।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily