বগুড়ায় মদ পানে ১০ জনের মৃত্যু

সারাদেশঃ

বিষাক্ত মদপানে বগুড়ায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আজ ২ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরো তিন জন।

এর আগে ৩১ জানুয়ারি, রবিবার মধ্যরাত থেকে গতকাল ১ ফেব্রুয়ারি, সোমবার বিকেলের মধ্যে বগুড়া শহরের তিন এলাকার ৭ জন বিষাক্ত মদপানে মারা যান।

এরা হলেন—রাজমিস্ত্রী রমজান আলী, সুমন, চা বিক্রেতা সাজু ও বাবুর্চি মোজাহার আলী, পলাশ, আলমগীর হোসেন ও সিএনজিচালক আব্দুল কালাম।

শহরের পুরান বগুড়া তিনমাথা, ভবের বাজার, কাহালু, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় আলাদা ঘটনায় তাদের মৃত্যু হয়।

পুরান বগুড়ার দিয়াবাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে কয়েকজন বিষাক্ত মদ পান করেন বলে জানান স্থানীয়রা। পরে তারা অসুস্থ হয়ে পড়লে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে শহরের কালিতলা, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় আরো কয়েকজন বিষাক্ত মদপান করেন। তারা সকলেই চিকিৎসাধীন অবস্থায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুবরণ করেন।

-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter