সারাদেশঃ

বাড়ি ভাড়া দিতে না পারায় অন্তঃসত্তা এক নারীর শরীরে আগুন ধরিয়ে দেয় বাড়ির মালিকের ছেলে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে আজ দুপুর ১২টায় মারা যান তিনি।

গত ৩০ এপ্রিল, বৃহস্পতিবার কুষ্টিয়ায় শহরের কমলাপুরে বাড়ি ভাড়া দিতে না পারায় অন্তঃসত্ত্বা নারী জুলেখা খাতুনের শরীরে আগুন দেন বাড়িওয়ালা বজলুল হকের ছেলে রনি। জুলেখার চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখান থেকে ৭ তারিখ রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হলে আজ বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘সকাল ৮টার দিকে জুলেখা খাতুন মারা গেছেন। তিনি নয় মাসের গর্ভবতী ছিলেন। লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। অভিযুক্ত বাড়িওয়ালার ছেলে রনিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।’

করোনাকালে দেশে জন্ম নেবে ২৪ লাখ শিশু

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার জানান, জুলেখার শরীরের ৮০ শতাংশই পুড়ে গেছে। চার দিন আগে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে একটি মৃত সন্তান জন্ম দিয়েছিলেন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily