শিক্ষার্থীরা স্মার্টফোন কিনতে ঋণ পাচ্ছেন

শিক্ষাঃ

করোনা (কোভিড-১৯) মহামারীর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এর মধ্যে অনেক বিশ্ববিদ্যালয় অনলাইন শিক্ষা কার্যক্রম চালাচ্ছে।

এমতাবস্থায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন ক্লাসে অংশগ্রহণ নিশ্চিতে শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সুদবিহীন এই ঋণ দেয়া হবে। ৪ নভেম্বর, বুধবার অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত ইউজিসি’র এক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অসচ্ছল শিক্ষার্থীকে সফটলোনের আওতায় স্মার্টফোন কেনার জন্য এই ঋণ দেয়া হবে। এসব শিক্ষার্থীকে জনপ্রতি সর্বোচ্চ ৮ হাজার টাকা দেয়া হবে। এ অর্থ ২০২০-২০২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক বরাদ্দের বিপরীতে অগ্রিম হিসেবে দেয়া হবে।

এ বিষয়ে ড. কাজী শহীদুল্লাহর বলেন, এর ফলে অসচ্ছল শিক্ষার্থীরা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমের উদ্যোগে ইতিবাচক ভূমিকা রাখবে। এতে করে শিক্ষার্থীরা অনলাইন শিক্ষায় আরো বেশি মনোযোগী হবে। তারা শিক্ষা জীবনের ক্ষতিও পুষিয়ে নিতে পারবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের গঠিত সফটলোন অনুমোদন কমিটির সুপারিশের ভিত্তিতে অনধিক ৮ হাজার টাকা শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে বরাদ্দ দেয়ার কথা বলা হয়। শিক্ষার্থীকে শুধু আসল অর্থ পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর বা অধ্যয়নকালীন ৪টি সমান কিস্তিতে বা এককালীন তারা এ ঋণ পরিশোধ করতে পারবেন।

তবে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঋণ সুবিধা পাবেন না।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter