সাতক্ষীরা লন্ডভন্ড

সারাদেশঃ
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলা।

রোববার মধ্যরাত থে‌কে প্রচণ্ড ঝ‌ড়ো বাতাস অব্যাহত র‌য়েছে। এতে বিধ্বস্ত হ‌য়ে‌ছে শতা‌ধিক ঘরবা‌ড়ি।রাস্তাঘাটে গাছপালা উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ‘বুলবুল’ এখনো উপকূলে অবস্থান করছে।

বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ মন্ডল জানান, ঝড়ে বিধ্বস্ত হ‌য়ে‌ছে প্রচুর ঘরবা‌ড়ি। ইউনিয়নে যে কয়টি কাচামাটির ঘরবাড়ি ছিল এখন একটিও নেই। রাস্তাঘাটে গাছপালা উপড়ে পড়ে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। ভোররাত থেকেই চলছে প্রচন্ড বৃষ্টি সেই সাথে বাতাস। ঝড় শেষ হলে ক্ষয়ক্ষতির সম্পর্কে জানা যাবে।

এর আগে আবহাওয়া অফিস থেকে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আরো উত্তর দিকে ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। শনিবার রাত ৯টায় এটি পশ্চিমবঙ্গ-খুলনা (সুন্দরবন) অতিক্রম করতে শুরু করেছে। উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়বে বুলবুল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাজহারুল ইসলাম বলেন, ‘শনিবার রাত ৯টা থেকে ঘূর্ণিঝড় বুলবুলের অগ্রভাগ সুন্দরবনের ডেল্টা কোস্ট অতিক্রম শুরু করেছে। এই ঘূর্ণিঝড়ের ব্যাস প্রায় ১০০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্ব দিকে আট কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। তাই ঘূর্ণিঝড়ের কেন্দ্র আজ শেষরাত নাগাদ বাংলাদেশে পুরোপুরিভাবে প্রবেশ করবে।’

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter