সারাদেশঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে দুই ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত ৩২ বছর বয়সী শাহিন ও ৮ বছর বয়সের সোহান ওই উপজেলার নাগপাড়া গ্রামের মৃত নবাব মণ্ডলের সন্তান।

১৬ সেপ্টেম্বর, সোমবার দিবাগত রাত ১২টার দিকে নাগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, রাতের খাবার খেয়ে উপজেলার নাগপাড়া গ্রামে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে দুই ভাই। রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাদের কামড় দেয়।

আরও পড়ুনঃ

পেঁয়াজের দাম হুহু করে বাড়ছে

তিনি আরো জানান, এ সময় তাদের আর্তনাদে পরিবারের লোকজন এসে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার ভোরে তাদের মৃত্যু হয়।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily