সাহারা খাতুনকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা

সাহারা খাতুনকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা

অনলাইনঃ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা করেছে তাঁর পরিবার।

সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবর রহমান আজ বুধবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘এখন উনার অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। আরো উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।’

মজিবর রহমান আরও বলেন, ‘চিকিৎসকরা বলার পর আমরাও কথা বলেছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস স্যার বিষয়টি দেখছেন।

তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী খোঁজ-খবর রাখছেন। আমরা সিঙ্গাপুরে নেওয়ার কথাই ভাবছি।’

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এরপর অবস্থার অবনতি হলে গত শুক্রবার সকালে তাঁকে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন তিন মেয়াদে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৯ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। তখন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন সাহারা খাতুন।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter