সারাদেশঃ
কুমিল্লার মুরাদনগরে নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় আব্দুল আজিজ (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

৭ অক্টোবর, সোমবার জোহরের নামাজের দ্বিতীয় রাকাতে সিজদারত অবস্থায় উপজেলার জামিয়া ইসলামিয়া মোজাফফারুল উলূম মাদ্রাসার কাফিয়া জামাতের ছাত্র আজিজ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আজিজ উপজেলার কামারচর গ্রামের আমীর হোসেন ছেলে।

সোমবার বাদ মাগরিবের জানাজা শেষে গ্রামের কবরস্থানে আজিজের লাশ দাফন করা হয়। মাদ্রাসা ছাত্র আজিজের এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাদ্রাসার পরিচালক মুফতী আমজাদ হোসাইন বলেন, ‘আজিজ খুবই ভদ্র স্বভাবের ছেলে ছিল।

পড়াশোনার প্রতি তার দারুন আগ্রহ ছিল। সব ওস্তাদরাই ছেলেটিকে ভালোবাসতেন। আমি আজিজের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি।’

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily