২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তর করবেন ট্রাম্প

২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তর করবেন ট্রাম্প

আর্ন্তজাতিকঃ
ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করবেন বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প এমন সময় এই ঘোষণা দিলেন যখন শীর্ষ ডেমোক্রেটিক নেতারা তাকে প্রেসিডেন্ট অফিস থেকে সরে যেতে বলেছেন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ব্যাপক ভাংচুরের ঘটনায় বিশ্বনেতাদের নিন্দার একদিন পর নতুন এক ভিডিও বার্তায় এমন প্রতিশ্রুতি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।

ওই ভিডিও’তে ট্রাম্প বলেন, কংগ্রেস ওই ফলাফল অনুমোদন করেছে। ২০ জানুয়ারি একটা নতুন প্রশাসনের উদ্বোধন হবে। এখন আমার লক্ষ্য হবে সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে ক্ষমতা হস্তান্তর করা। এই মুহূর্তে দরকার হলো নিরাময় ও মিটমাট করে ফেলা।

এছাড়াও নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়ে সমর্থকদের প্রশংসাও করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের টুইট সহিংসতাকে আরো বাড়াতে পারে- এই শঙ্কায় টুইটার ১২ ঘণ্টা ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করে রাখা হয়।

ট্রাম্প তার সমর্থকদের ‘দুর্দান্ত’ উল্লেখ করে প্রশংসায় বলেন, আমাদের অসাধারণ যাত্রা মাত্র শুরু হলো।

এই বক্তব্যের মাধ্যমে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নিজের পরাজয় এই প্রথম প্রকাশ্যে স্বীকার করলেন বলে মনে করা হচ্ছে। এর আগে কোনো ধরনের প্রমাণ ছাড়াই নির্বাচনের কারচুপির অভিযোগ করে ফলাফল প্রত্যাখান করেছিলেন তিনি।

-বিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter