অনলাইন ডেস্কঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনের আগে যত রাজনৈতিক মেরুকরণই হোক না কেন, জাতীয় পার্টি (জাপা) ক্ষমতার সঙ্গেই থাকতে চায়।

শুধু দলের চেয়ারম্যানই না, জাপার সকল নেতারাই এই বিষয়ে একমত পোষণ করেছেন। জাপা নেতাদের বেশির ভাগ আওয়ামী লীগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

আরেকটি অংশ বিএনপি এবং সাম্প্রতিক সময়ে গঠিত যুক্তফ্রন্টসহ বিভিন্ন জোটের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

জাপার শীর্ষস্থানীয় এক নেতা বলেন, ‘নির্বাচনের বেশিদিন বাকি নেই। তাই আমরা রাজনৈতিক হিসাব-নিকাশ দ্রুতই সেরে ফেলতে চাই। যদিও এখনো পর্যন্ত জাপা মহাজোটেই আছে। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তন হলে অন্যদের সঙ্গে জোটবদ্ধ হতেও দেরি করবে না।

জাপা মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার বলেন, আসলে ক্ষমতায় যাওয়ার মতো পরিস্থিতি জাতীয় পার্টির জন্য তৈরি হয়েই আছে। এ দেশের জনগণ আওয়ামী লীগ বা বিএনপিকে আর নয়, জাতীয় পার্টিকেই চায়।
-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily