ভারতের লোকসভার প্রথম ধাপে ভোট চলছে

আন্তর্জাতিকঃ
গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত বিশ্বে সর্ব বৃহত হিসেবে পরিচিত। সেই ভারতে জাতীয় নির্বাচন লোকসভায় ভোটগ্রহণ চলছে।

ভারতের সপ্তদশ লোকসভার ভোটের প্রধান আকর্ষণ আগামী পাঁচ বছরের জন্য আবারও নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পারবেন কি না।

দেশটির আইনসভার নিম্নকক্ষের মোট ৫৪২ আসনের মধ্যে আজ বৃহস্পতিবার প্রথম দফায় মোট ৯১টি আসনে হচ্ছে এই ভোটগ্রহণ।

গত ১০ মার্চ সাত দফায় নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম দফায় সারা দেশটির ৯১ আসনে ১২৭৯ জন প্রার্থী লড়াই করছেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছে ৮৯ জন।

অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ-সহ একাধিক রাজ্যে প্রথম দফাতেই সব আসনে নির্বাচন হয়ে যাচ্ছে। বেশ কয়েকটি রাজ্যে বিধানসভার নির্বাচনও হবে। এই দফায় পশ্চিমবঙ্গে মাত্র দুটি আসনে নির্বাচন হবে। এই দুটি আসন হলো- কোচবিহার ও আলিপুরদুয়ার।

৪০ দিন ধরে মোট সাত পর্বে এই ভোটে নির্বাচিত হবেন লোকসভার ৫৪৩ জন সদস্য।ইভিএমে কারচুপির একাধিক রাজনৈতিক দলেলর অভিযোগ থাকার পরও প্রতিটি কেন্দ্রেই ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ই হচ্ছে।

ইভিএমে যে কারচুপি করা যায় না, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ‘ভিভিপ্যাট’ মেশিন চালু করেছে। এই মেশিন নিশ্চিত করে ভোটারের ভোট ঠিক জায়গায় পড়েছে কি না। কিন্তু তাতেও সংশয়ী ও সন্দিহান রাজনৈতিক দলগুলোর চাপের মুখে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রের অন্তত পাঁচটি করে ভিভিপ্যাট মেশিন পরীক্ষা করে দেখতে হবে।

-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter