অনলাইনঃ

সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার আনিসুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

অভিয়োগ করেছে বিএনপির পক্ষ থেকে।

ইসির সহকারী সচিব নুরুন নাহার এ প্রত্যাহার আদেশ স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। চলতি বছরের আগস্টে নারায়ণগঞ্জে এসপি হিসেবে যোগ দেন আনিসুর রহমান।

এর আগে ২৫শে নভেম্বর এসপি আনিসুর রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে ২০ দলীয় জোট। অভিযোগে বলা হয়, নারায়ণগঞ্জের এসপি’র স্ত্রী বেগম ফাতেমাতুজ্জহুরা আওয়ামী লীগের বর্তমান এমপি। সম্প্রতি সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন তারা।

এ অবস্থায় ইচ্ছা থাকা সত্ত্বেও তার পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এ প্রসঙ্গে গতকাল রাতে ইসি সচিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে মনে হয়েছে তার ওখানে থাকা ঠিক হবে না।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily